Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
বিস্তারিত

cs-0208

পেনশন ও আনুতোষিক পরিশোধ


সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারীকে পেনশন-সংক্রান্ত কাগজপত্রাদি উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হবে। অফিস প্রধান পেনশনের আবেদনসহ কাগজপত্রাদিপ্রাপ্তি রেজিস্টারে এন্ট্রি করে তা অডিটরের নিকট প্রেরণ করেন। অডিটর প্রয়োজনীয় অডিট কার্য সম্পাদনকরত পেনশন কেইসটি সংশ্লিষ্ট রেজিস্টারসহ অফিস প্রধানের নিকট উপস্থাপন করেন। অফিস প্রধান কর্তৃক অনুমোদিত হওয়ার পর অডিটর পিপিও, ডি-হাফ তৈরি করে তা পুনরায় ইউএও এর নিকট স্বাক্ষরের জন্য উপস্থাপন করেন। অফিস প্রধান কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর উক্ত পিপিও পেনশনারকে প্রদান করা হয়। পেনশনার পিপিও এর ভিত্তিতে পেনশন ও আনুতোষিক বিল তৈরি করে টোকেন নম্বরের জন্য জুনিয়র অডিটরকে প্রদান করেন। জুনিয়র অডিটর বিলে টোকেন নং দিয়ে অডিটরকে বুঝিয়ে দেন। অডিটর বিলে পে-অর্ডার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রিকরত অফিস প্রধানের নিকট উপস্থাপন করেন। বিল পাস হওয়ার পর জুনিয়র অডিটর এডভাইস লিখে স্বাক্ষরের জন্য অফিস প্রধানের নিকট পুনরায় উপস্থাপন করেন। পাসকৃত বিল অনুযায়ী এডভাইস স্বাক্ষর হওয়ার পর বিল ও এডভাইসে অ্যাম্বোসসিল প্রদান করা হয়। অতঃপর এডভাইস রেজিস্টারে এন্ট্রি দিয়ে সোনালী ব্যাংকে প্রেরণ করা হয়। অতঃপর পেনশনার সোনালী ব্যাংকে গিয়ে আনুতোষিকের টাকা গ্রহণ করেন। বর্ণনা: ইউএও’র ক্ষেত্রে প্রযোজ্য।


ডাউনলোড